পত্রিকার পাতা খুললেই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কার্যক্রমের খবর চোখে পড়ে। এ অবস্থায় কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটিং ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রবিবার (২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।
স্বার্থপরতা, হিংসা–বিদ্বেষ, লোভ ও নৈতিক অবক্ষয় মানুষের ভালো গুণাবলীকে ধ্বংস করে দেয় উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, স্যাটেলাইট সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্যপ্রযুক্তির অপব্যবহার কিশোর–কিশোরীদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
বাংলাদেশে স্কাউট আন্দোলনকে জোরদার করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে জানিয়ে রাষ্ট্রপ্রধান আরও বলেন, স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য স্কাউটিং একটি উপযুক্ত সংগঠন।
বর্তমানে স্কাউটের সংখ্যা ২৫ লাখের বেশি হলেও জনসংখ্যার তুলনায় এ সংখ্যা অপ্রতুল জানিয়ে তিনি বলেন, আমি আশা করি, বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান–২০৩০ অনুসারে স্কাউট সদস্য ৫০ লাখে উন্নীত হবে। তবে স্কাউট সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও নিশ্চিত করতে হবে। এছাড়া ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও স্কাউটিংয়ে সমানভাবে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এমপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধান জাতীয় কমিশনার মো. মোজাম্মেল হক খান।
এসএ/দীপ্ত সংবাদ