শেরপুরের শ্রীবরদীতে কিশোর গ্যাংয়ের হামলায় বিপ্লব হাসান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আরিফ হোসেন (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুলচূড়া গ্রামে রাস্তার পাশে মঞ্জু মিয়ার বাড়ির ওঠানে ঘটে।
নিহত বিপ্লব হাসান জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের কাবিল মিয়ার ছেলে।
গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাংয়ের প্রধান আরিফ শ্রীবরদীর চরশিমুলচূড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তবে এ ঘটনায় কিশোর গ্যাংয়ের জড়িত ছামিউল হকের ছেলে সাঈদ (১৮), আব্দুল কুদ্দুসের ছেলে রাজু (১৬), আজহার আলীর ছেলে নুর হোসেন (১৭)সহ অজ্ঞাত ১৫/২০ জন এখনো গ্রেপ্তার হয়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে চর শিমুলচূড়া গ্রামের কিশোর গ্যাংয়ের সাথে পার্শ্ববর্তী দহেরপাড়া গ্রামের কয়েকজন কিশোরের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে রবিবার রাতে বিপ্লব হাসান সহ তিন চার জন নিজ মামদামারী গ্রামে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে চরশিমুলচূড়া গ্রামে এলে কিশোর গ্যাং তাদের ওপর হামলা করে। এসময় পাশে মঞ্জু মিয়ার বাড়িতে আত্মগোপনের চেষ্টা করলে সেখানে গিয়ে তাকে ধারালো অস্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় বিপ্লব হাসান। অন্যরা পালিয়ে যায়।
আরও পড়ুন: র্যাবের বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
এ সময় আশপাশের লোকজন বাঁধা দিলে কিশোর গ্যাংয়ের লোকজন ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত বিপ্লব হাসানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নেয়। এ সময় অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
জানা যায়, নিহত ভিকটিম তার নানা দহেরপাড় গ্রামে হাজী আব্দুল মজিদের বাড়িতে থাকতো। এবার স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যা নিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। নিহত বিপ্লব হাসানের মা বুলবুলি বেগম কয়েকদিন যাবত অসুখে ভোগছেন। তিনি বলেন, আমার ছেলেকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে আমি তাদের শাস্তি চাই।
স্বজনদের অভিযোগ চরশিমুলচুরায় একটি কিশোর গ্যাং গঠন করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে।
তারা এসব সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। তবে দোষীদের গ্রেফতারের অভিযান অব্যাহত।
মঞ্জুরুল /আল / দীপ্ত সংবাদ