শারদীয় দুর্গোৎসব ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদীতে এবারও বসেছে ঐতিহ্যবাহী ঢাক–ঢোলের হাট। স্থানীয়রা জানান, প্রায় ৫০০ বছর ধরে এই হাটে ঢাক–ঢোল কেনাবেচা হয়ে আসছে।
ঢাক–ঢোল, কাঁসর, সানাই, নানা ধরণের বাঁশি, করতাল ও খঞ্জরি নিয়ে ঢাকীরা দল বেঁধে বাদ্য বাজিয়ে বিক্রি করছেন। পূজারিরা বিভিন্ন দলের কাছে গিয়ে বাদ্য বাজানো দেখছেন ও শুনছেন।
বাজনার তালে তালে নেচে গেয়ে ক্রেতাদের নজর কাড়ছেন ঢাকিরা। দরদামে মিললে এ হাট থেকেই ঢাকীরা ভাড়ায় চলে যান দেশের বিভিন্ন পূজা মন্ডপে।
ঐতিহ্যবাহী ঢাক–ঢোলের হাট টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান হাটের আয়োজকরা ।
স্থানীয়দের মতে, ষোড়শ শতাব্দীতে সামন্ত রাজা নবরঙ্গ রায়ের সময় থেকে মুন্সীগঞ্জের পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে জমতো এই ঢাকের হাট। পরে তা স্থানান্তরিত হয় কটিয়াদীর পুরানবাজারে।
এসএ/দীপ্ত নিউজ