উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে একটি গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান তৈরি গাড়িটি কিমকে তার ‘ব্যক্তিগত ব্যবহারের‘ জন্য উপহার দেয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ–এর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
কেসিএনএ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি (রবিবার) রাশিয়ার তৈরি গাড়িটি উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং সহ কিমের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তবে কোন মডেলের গাড়ি দেয়া হয়েছে; তা প্রকাশ করা হয়নি।
কিমের বোন বলেছেন, এই উপহার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বিশেষ ব্যক্তিগত সম্পর্কের একটি স্পষ্ট নিদর্শন।
আরও পড়ুন: কারাগারে পুতিনবিরোধী নেতা নাভালনির মৃত্যু
কিমকে পুতিনের এই উপহার জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে কারণ উত্তর কোরিয়াকে কোনও ধরনের পরিবহন যান সরবরাহ নিষিদ্ধ করেছে জাতিসংঘ।
এর আগে, গত সেপ্টেম্বরে রাশিয়া সফরকালে পুতিনের সংগ্রহে থাকা প্রেসিডেনশিয়াল অরাস সিনেট লিমোজিন পরিদর্শন করেন কিম। সে সময় কিমকে নিজের লিমোজিনে চড়ার আহ্বান জানিয়েছিলেন পুতিন।
উল্লেখ্য, কিমের বিলাসবহুল বিদেশি গাড়ির সংগ্রহ রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রপ্তানি নিষেধাজ্ঞা ভেঙে কিম কীভাবে বিলাসবহুল বিদেশি গাড়ি ব্যবহার করেন, তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে। ধারণা করা হয়, কিমের সংগ্রহে থাকা গাড়িগুলো বেশির ভাগই বিদেশ থেকে পাচার করা।
এসএ/ দীপ্ত সংবাদ