ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেই এলোমেলো এক দলের দেখা মিলেছে। শেষ ম্যাচে কিউইদের ১৩৭ রানের মামুলি লক্ষ্য দিয়েছে লাল–সবুজেরা।
৪র্থ দিনের শুরু থেকেই আসা–যাওয়ার মিছিলে নাম লিখিয়েছেন টাইগার ব্যাটাররা। বাজে শট সিলেকশন, অহেতুক আগ্রাসী হওয়ার চেষ্টা করে দলের বিপদটাই বাড়িয়েছেন তারা। অথচ ধীরগতির শুরুতে আশার আলোটা উজ্জ্বল করেছিলে মুমিনুল হক আর জাকির হাসান। দুজন মিলে যোগ করেছেন ৩৩ রান। সেটাই বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেয় সকালে।
দিনের প্রথম আঘাত এজাজ প্যাটেলের। তার বলেই লেগ বিফোর হয়ে মুমিনুল আউট হয়েছেন ১০ রান করে। এজাজের বলে পুল করতে চেয়েছিলেন কিনা নিশ্চিত ছিলেন না মুমিনুল নিজেও। ভাল একটা পার্টনারশিপ মুমিনুল বিসর্জন দিয়েছেন লেগবিফোর হয়ে। ৭১ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট।
এরপর মুশফিকুর রহিম আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে। লেগবিফোরে কাঁটা পড়েন দিপু। টপ এজড হয়ে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়েছেন মেহেদী মিরাজ। নুরুল হাসান সোহান যেনো জাতীয় দলে আসলে খেলাই ভুলে যান। বার বার আউট হয়ে নিজের ব্যর্থতার ষোলআনা পূর্ণ করেন এ ব্যাটার। ৩ বল খেলে ডাক মেরে ফিরেছেন ক্রিজে। ৮৬ বলে ৫৯ রান করে শেষ হয় ওপেনার জাকির হাসানের উইকেট।
আরও পড়ুন: মিরপুরে প্রথম দিনেই নেই ১৫ উইকেট
মাঝে ১৯ বলে ৯ রান করা নাইম বাংলাদেশকে সাহায্য করেছে লিড ১০০ পার করতে। আর তাইজুল–শরীফুলরা সেটাকে টেনে নিয়েছেন ১৩৬ পর্যন্ত। দলীয় ১৪৪ রানে শরীফুল আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। টাইগারদের হয়ে সর্বোচ্চ স্কোরার ৫৯ করা জাকির। আর কিউইদের মধ্যে বল হাতে এজাজ প্যাটেল একাই নিয়েছেন ৬ উইকেট। ৩ উইকেট গিয়েছে স্যান্টনারের ভাগ্যে। আর একটি উইকেট পেয়েছেন টিম সাউদি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ