ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড ডেনিস বার্ড (ডিকি বার্ড) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বার্ড আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬টি টেস্ট এবং ৬৯টি ওয়ানডে পরিচালনা করেছেন। তিনটি বিশ্বকাপ ফাইনালেও আম্পায়ার ছিলেন তিনি।
ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শুরু করা বার্ড পরবর্তীতে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট হন। ক্রিকেটে অবদানের জন্য তাকে ১৯৮৬ সালে এমবিই এবং ২০১২ সালে ওবিই খেতাবে ভূষিত করা হয়।
ইয়র্কশায়ার জানিয়েছে, বার্ড নিজ বাড়িতেই শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ক্লাব বলেছে, তিনি খেলোয়াড়সুলভ মানসিকতা, বিনয় ও আনন্দের এক উত্তরাধিকার রেখে গেছেন এবং চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।