ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনার পর তামিলনাড়ু সরকার ‘কোল্ডরিফ’ নামের ওই সিরাপের বিক্রি নিষিদ্ধ করেছে। দুই সপ্তাহের ব্যবধানে এই মৃত্যুর ঘটনায় ভারতজুড়ে উদ্বেগ ছড়িয়েছে ।
গত কয়েকদিনে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় ৯ শিশু এবং রাজস্থানের সিকার জেলায় ২ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, সামান্য জ্বর থেকেই হঠাৎ কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছে শিশুদের। ঘটনাগুলোর সঙ্গে ‘কোল্ডরিফ’ সিরাপের যোগসূত্র পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।
তামিলনাড়ুর খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন দফতর জানায়, বুধবার (১ অক্টোবর) থেকে রাজ্যে ‘কোল্ডরিফ’ সিরাপ বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বাজার থেকে সব মজুদ তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দফতরের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) জানান, তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার সুঙ্গুভারচাত্রামে অবস্থিত উৎপাদন কারখানায় পরিদর্শন চালিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো সরকারি পরীক্ষাগারে পাঠানো হবে, সিরাপে ক্ষতিকর রাসায়নিক ‘ডাইথাইলিন গ্লাইকল’–এর উপস্থিতি আছে কি না তা যাচাইয়ের জন্য।
ওই কর্মকর্তা আরও জানান, কোম্পানিটি রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও এই ওষুধ সরবরাহ করে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে শিশুমৃত্যুর ঘটনাকে গুরুত্ব দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সতর্কতা জারি করেছে। শুক্রবার (৩ অক্টোবর) জারি করা পরামর্শে বলা হয়েছে, দুই বছরের কম বয়সী শিশুদের কাশি ও সর্দির ওষুধ প্রেসক্রাইব না করতে।