আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া‘কে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ প্রহরায় কারাগারে আনা হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র সুপার কাওয়ালীন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে একটি প্রিজন ভ্যানে করে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়েছে।
এরআগে, সোমবার সকালে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক। তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার (১৮ মে) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
এসএ