চলমান বিপিএলের মাঝেই চোখের সমস্যার কারণে দুই ম্যাচ খেলে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব আল হাসান। চিকিৎসা শেষে বুধবার (২৪ জানুয়ারি) দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর আজই (২৫ জানুয়ারি) দলের সঙ্গে যোগ দেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট পৌঁছান সাকিব আল হাসান। সে সময় টিম হোটেলে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি।
সিলেটে পা রাখার পরে সকল ধোঁয়াশা স্পষ্ট করা হয় দলের পক্ষ থেকে। জানা গেছে, আগামীকাল খুলনার বিপক্ষে ম্যাচে খেলবেন সাকিব। তবে এর আগে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার।
এদিকে বুধবার এক বিবৃতিতে বিসিবি জানায়, তার চোখে সিএসআর রোগের সংক্রমণ পাওয়া গেছে। এর জন্য দেশে ফেরার পর পর্যবেক্ষণে থাকবেন সাকিব।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বিপিএলের সিলেট পর্বে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। এই ম্যাচে রংপুরের জার্সিতে সাকিবের পাশাপাশি খেলবেন পাকিস্তানি তারকা বাবর আজম।
আরও পড়ুন: তামিমের কাছে হেরে গেল সাকিব
এসএ/দীপ্ত নিউজ