গাজীপুরের কালিয়াকৈরের সুত্রাপুর বোর্ডঘর এলাকায় বুধবার সকালে অবরোধের সমর্থনে পিকেটিং কালে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যসহ ৬ নেতাকর্মী আটক করেছে পুলিশ ।
বিএনপির ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে মিছিল থেকে পুলিশ আটক করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, চাপাইর ইউনিয়নের বিএনপির সভাপতি দেওয়ান গোলাম রব্বানী, মোসলেম উদ্দিন, মোকলেস মৃধা লিটন, জালাল উদ্দিন, মোহাম্মদ খোকনকে ।
পুলিশ সকাল সাড়ে ছয়টার দিকে সুত্রাপুর বোর্ডঘর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বোডঘর এলাকায় ফের বিএনপির ৪৮ ঘন্টার অবরোধে মিছিল ও পিকেটিং করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সহ ৬ নেতাকর্মীকে আটক করে। এসময় অন্যান্য নেতাকর্মীরা দৌড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোনো গাড়ি চলতে দেখা যায়নি। কালিয়াকৈর বাস টার্মিনাল থেকেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো গণপরিবহন। দূরপাল্লার গাড়ি চলাচল না করায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ফলে অটোরিক্সা, ইজিবাইকে যাতায়াতে যাত্রীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে।
এদিকে বিএনপির নাশকতা ঠেকাতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্ট পুলিশ মোতায়েন রয়েছে। কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, নাশকতার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বিএনপি‘র ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে।
আল/ দীপ্ত সংবাদ