সাতক্ষীরা কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান ও যুবলীগ নেতা নুরুল মোড়লকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বন্দকাটি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন বাদি হয়ে কালিগঞ্জ থানায় এ মামলা করেন।
মামলার আসামীরা হলেন, কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের ইউসুফ মোড়লের ছেলে অলি মোড়ল, রুহুল আমিন মোড়লের ছেলে রহমান মোড়ল, খালেক মোড়লের ছেলে রাইসুল মোড়ল, মোসলেম মোড়লের ছেলে রায়হান মোড়ল ও ময়জুদ্দিন মোড়ল ওরফে ময়নার ছেলে মনিরুল ইসলাম।
জানা যায়, ৩ সেপ্টেম্বর বিকেলে বন্দকাটি বাগের মাঠে ফুটবল খেলা শেষে অলি মোড়ল পুটিমারা বিলে ঘের করার ব্যাপারে নুরুল মোড়লকে ডেকে নিয়ে যায়। রাতে বন্দকাটি গ্রামের সাইফুলের চায়ের দোকান থেকে তাকে বাক্কারের বাড়ির পাশে ইট সোলিং এর উপর নিয়ে গিয়ে আসামী অলি, রহমান, রাইসুল, রায়হান ও মনিরুলসহ কয়েকজন পিছন দিক থেকে এলাপাতাড়ি মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এবাত আলী জানান, এ ঘটনায় নুরুলের স্ত্রী বাদি হয়ে শনিবার রাতে থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্তভার উপপরিদর্শক বুলবুলের উপর ন্যস্ত করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএ/দীপ্ত নিউজ