এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, আর এই চার ম্যাচেই দেখা গেছে নয়টি হলুদ কার্ড। ম্যাচ প্রতি হলুদ কার্ডের সংখ্যা দুইয়ের বেশি।
তবে বড় দুঃসংবাদ ফাহমিদুল ইসলামের জন্য। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ফাহমিদুল ইসলাম।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের এশিয়ান কাপ বাছাইয়ের বাইলজ অনুযায়ী, কোনো ফুটবলার দু’টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ খেলার জন্য অযোগ্য থাকবেন। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম অভিষেক ম্যাচেই হলুদ কার্ড দেখেন।
গতকাল (মঙ্গলবার) হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখেন তিনি। এতে ঢাকায় ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলা হবে না ফাহমিদুলের।