শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

কার্গো ভিলেজে আগুন: সৌদি ফেরত বিমান নামল সিলেট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সৌদি আরব রাজধানী রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছ।

শনিবার ( ১৮ অক্টোবর) বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক মো. হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ বিমানের বিজি৩৪০ ফ্লাইটটি ৩৯৬ জন যাত্রী নিয়ে রিয়াদ থেকে উড়াল দিয়েছিল। তবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বিকাল ৩টা ৩১ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে উড়োজাহজটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা আছে।

তিনি আরও বলেন, আর কোনো বিমান অবতরণ করবে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। যদি অন্য কোনো বিমান অবতরণ করতে চায়, আমরা অনুমতি দেব।

এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দর ৮ নম্বর কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More