দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী জয়ী হওয়ায়, প্রশ্ন উঠেছে সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবেন কারা।
আইন বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীদের ইচ্ছার ওপরই নির্ভর করবে সবকিছু। চাইলে নিজেরা জোট করে আত্মপ্রকাশ করতে পারেন, কিংবা সরকারী দলেও যোগ দিতে পারেন স্বতন্ত্ররা।
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৬১টি আসনে। আর একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবার জিতেছে মাত্র ১১টি। ফলে সংসদে কে হচ্ছে প্রধান বিরোধী দল তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে।
দেশের ইতিহাসে প্রথমবারের মত জাতীয় নির্বাচনে এত সংখ্যক স্বতন্ত্র প্রার্থী জয়ী হওয়ায় তাদের সামনে এখন সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ।
আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা চাইলে জোট গঠনের মাধ্যমে বিরোধী দল গঠন করতে পারবেন। তবে এ বিষয়ে সংসদের প্রথম অধিবেশনের আগেই পরিস্কার করতে হবে তাদের অবস্থান।
তবে বিরোধী দল কারা হবে এ নিয়ে সাংবিধানিক কোন জটিলতা তৈরি হবে না বলেও জানান সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ।
সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আহবান করবেন। সেখানে প্রথমে নির্ধারিত হবে সংসদ নেতা। পরে নির্ধারিত হবে বিরোধী দলীয় নেতা। যা সাধারণত বিরোধী দল থেকেই নির্ধারিত হয়ে থাকে।
এসএ/দীপ্ত নিউজ