বুধবার, মে ১৪, ২০২৫
বুধবার, মে ১৪, ২০২৫

কারা ইডিয়ট কান্ডে নেট দুনিয়াতে ভাইরাল !

ইডিয়ট একটি নেতিবাচক শব্দ হলেও , কিছু মানুষদের জন্য ইডিয়ট শব্দটা অনুপ্রেরণার। যা মূলত শুরু হয়েছিল "থ্রি ইডিয়টস" সিনেমা দিয়ে। তরুণদের নিকট এক আইকনিক সিনেমা রেখে গেছেন মিস্টার পারফেকশনিস্ট (আমির খান) ।

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

“থ্রি ইডিয়টস” ছবির এক গানের “রিমেইক” নেট দুনিয়ার ভাইরাল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেখ জিসান আহমেদকে (২৩)। যা ২৫ টি বিভাগের ৫৫জন শিক্ষার্থী মিলে গানটিতে মঞ্চ অভিনয় করেছে। তাদের একান্ত ব্যাক্তিগত সাক্ষাৎকার নিয়েছেন আবদুল্লাহ মজনু।

প্রশ্ন: আপনাদের কাজের শুরু অবস্থান নিয়ে কিছু বলবেন কী?

শেখ জিসান আহমেদঃ আমাদের সোস্যাল মিডিয়াতেই কাজের যাত্রাটা শুরু। যদিও বাংলাদেশে এমন কাজ করার ধারণা নেই বললেই চলে। সেখানে দাড়িয়ে ‘রিমেইক ফিল্ম’ বানানো আমাদের আশাবাদী করেছে। কাজের শুরুটা ২০১৬ সাল। কাজের প্রথম দিককার পথ একদম সহজ ছিলনা। একজন শিক্ষার্থী অবস্থান রেখে নন্দিত অভিনেতার চরিত্র নিয়ে কাজের বিষয়টি খুব শক্ত। এমনটাই বলছিলেন “জিসু ইন্টারমেন্ট” পরিচালক শেখ জিসান আহমেদ।

প্রশ্ন: রিমেইক চলচ্চিত্র তৈরি নিয়ে বাজে কোনো অভিজ্ঞতা  ছিল কি ?

শেখ জিসান আহমেদঃ কাজের ধারাবাহিকতায় ২০২২ সালে বঙ্গবন্ধু ৭ই মার্চ ভাষণ নিয়ে একটি কাজ করি। নেটিজানদের সোস্যােল বাজে মন্তব্য ও ট্রোলের স্বীকার হয় আমাদের দল। ব্যক্তি প্রতিশ্রুতি নেই ” আজ যারা আমাদের সোস্যােল মিডিয়াতে বাজে মন্তব্য ও ট্রোল করেছে , একদিন তারাই আমাদের কাজের প্রসংশা করবে। সত্যি তাই আমরা কাজের প্রতি দায়িত্ব বোধের মাধ্যমে দর্শকদের ভালবাসা পেতে সক্ষম হয়েছি।

আমির খানের বিখ্যাত গান “আল ইস ওয়েল” রিমেক

প্রশ্ন: কাজের ভবিষৎ পরিকল্পনা কি আছে ?

শেখ জিসান আহমেদঃ হ্যা , অবশ্যই। আমরা যেহেতু দেশ-বিদেশী বিভিন্ন সিনেমার গুণী অভিনেতাদের বিখ্যাত চরিত্র নিয়ে কাজ করছি। কাজের মূল্যায়ন নিয়ে আমাদেরকে তরুণ প্রজন্ম স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহন করেছে। তাতে আমাদেরকে উৎসাহিত করে। একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্মের চাওয়-পাওয়ার স্থানে দাড়িয়ে আরো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চাই।

“জাহাঁপনা তুসে গ্রেট হ”

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More