ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দিতে রওনা হয়ে গ্রেফতার হন ফেনী জেলা যুবদলের সিনিয়র সদস্য ও সদর উপজেলার সাবেক আহবায়ক আতিকুল ইসলাম মামুন। সেদিন থেকে ফেনী জেলা কারাগারে রয়েছেন তিনি। অথচ ৫ দিনের মাথায় ফেনী শহরের ইসলামপুর রোডের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিষ্ফোরণের ঘটনায় পুলিশের মামলায় তাকে আসামি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মাথা এলাকায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ফেনী জেলা যুবদলের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আতিকুল ইসলাম মামুনও রয়েছেন।
৩১ অক্টোবর শহরের ইসলামপুর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। পুলিশ এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। ঘটনার পরদিন ১ নভেম্বর ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এদের মধ্যে ১৯নং ক্রমিকে আতিকুল ইসলাম মামুনের নাম রয়েছে।
কারাগারে থাকা অবস্থায় মামুন কীভাবে বিষ্ফোরণ মামলার আসামি হলেন সেই প্রশ্নের জবাবে মামলার বাদি ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, কোন মামলায় কে আসামী এটা সাংবাদিকদের জানার দরকার নাই।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ