ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট। বিভিন্ন নামের বিভিন্ন আকারের গরু উঠছে হাটে। পরীমণি থেকে শুরু করে জায়েদ খান, কি নেই এবারের গরুর হাটে।
তবে এসবের মধ্যে আলোচনায় এসেছে কালা পাহাড়কে নিয়ে। অনেক বিশালাকার গরু থাকলেও একদিক থেকে কালা পাহাড় অনন্য। সে বেড়ে উঠেছে কারাগারের মধ্যে। জন্মও সেখানেই। জেল সুপারের শখের খামারের সবচেয়ে বড় সদস্য এই কালা পাহাড়।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের ভেতরে তৈরি করা গরুর খামারের দেখাশোনা করছেন কারাগারের বিভিন্ন পর্যায়ে দ্বায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা। সেখানকার জেল সুপার মো. বজলুর রশীদ দায়িত্ব নেওয়ার শুরু থেকেই খামার পরিচালনা করে আসছেন।
তবে সরকারি দফতরের ব্যারাকে বিক্রির উদ্দেশে এভাবে পশু পালন এবং সেই পশু দেখভালে সরকারের বেতনভুক্ত কর্মচারীকে দায়িত্ব দেওয়া কতটুকু যৌক্তিক—এমন প্রশ্ন উঠেছে।
আল / দীপ্ত সংবাদ