প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার পর, কারফিউ শিথিলের মধ্যে রেস্টুরেন্ট খোলা হলেও গ্রাহক খরায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
গ্রাহক না পাওয়ায় দৈনন্দিন খরচই তুলতে পারছে না রাজধানীর অনেক রেস্টুরেন্ট। এছাড়া কর্মচারীদের বেতন, দোকানভাড়া, বিদ্যুত বিলসহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে রেস্টুরেন্ট মালিকদের। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা।
রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টগুলোতে ভোজনরসিকদের আনাগোনা একেবারে কম। কারফিউ শিথিলের সময়টুকুতে কাছাকাছি যাদের বাসা, কেবল তারাই যাচ্ছেন আহার সারতে।
একই অবস্থা ধানমন্ডির রেস্তোরাঁগুলোতেও। সারা বছর জমজমাট থাকা এই এলাকায়, গ্রাহক খরায় অনেক রেস্টুরেন্ট এখনো বন্ধ রয়েছে। যেগুলো খোলা সেগুলোও প্রতিদিন লোকসান গুনছে।
তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকার অন্যতম রেস্টুরেন্ট পাড়া, খিলগাঁওয়ে। এখানে লোকসমাগম তুলনামূলক বেশি।
এলাকা ভেদে রেস্টুরেন্টগুলোতে মানুষের উপস্থিতি কম বেশি থাকলেও সার্বিকভাবে রেস্টুরেন্টগুলো বেশ বেকায়দায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং মানুষের মধ্যে আতঙ্ক না কাটলে এই ব্যবসা জমজমাট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জহিরুল মোহসান/এসএ/দীপ্ত সংবাদ