দেশে চলমান কারফিউ শিথিল করার মাঝে ব্যাংক লেনদেনের সময়সূচিও সমন্বয় করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (২৮ জুলাই) থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই সরকারি অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তফসিলি ব্যাংকগুলো তাদের অফিস সময়সূচি সমন্বয় করবে। ব্যাংকগুলো তাদের দাপ্তরিক কাজ শেষ করে বিকেল সাড়ে ৩টার মধ্যে বন্ধ করে দেবে।
এর আগে, গত সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল করার সময় ব্যাংক খোলা ছিল। কারফিউয়ের কারণে তিনদিন বন্ধ থাকার পর সীমিত সময় ব্যাংক খোলায় বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা দেয়।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে দেশজুড়ে টানা পাঁচ দিন ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে বন্ধ ছিল।
এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর গত বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি–বেসরকারি অফিস চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়।
সুপ্তি/ দীপ্ত সংবাদ