ঠাকুরগাঁওয়ে কারফিউ চলাকালীন সময়ে জন্ম নেয়ায় শিশুর নাম রাখা হয়েছে ‘কারফিউ‘।
গত সোমবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার সময় জন্ম নেয় এই ছেলে শিশুটি।
রবিবার (২৮ জুলাই) বিষয়টি জানান শিশুটির বাবা রহিম শুভ।
তিনি জানান, গত ২২ জুলাই আমার ছেলে সন্তানের জন্ম হয়। সেদিন ঠাকুরগাঁওয়ে কারফিউ ছিলো। স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিলে পাঁচ বার সেনাবাহিনীর সদস্যরা গাড়ি থামিয়ে বের হওয়ার কারণ জানতে চায়। তাদেরকে স্ত্রী সন্তান সম্ভবা জানালে ক্লিনিকে যাওয়ার সুযোগ করে দেন। তবে বাসার অন্যান্য সদস্যরা ক্লিনিকে আসাতে পারেনি বলে আমাকে এবং আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। এই সংগ্রামী সময় ও ঘটনাটিকে মনে রাখতে আমার ছেলের নাম কারফিউ রেখেছি।
কারফিউ এর মা ইফতি আক্তার বলেন, আমার এটা প্রথম সন্তান। আমি আমার সন্তানের জন্মক্ষণ চিরকাল মনে রাখতে চাই। তাই আমার সন্তানের পিতা যে নামটি রেখেছে সেটাতে আমার সম্মতি রয়েছে।
ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার লাবনী বসাক বলেন, পরিস্থিতি যেমনি হোক আমরা একজন সেবা গ্রাহিতাকে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকি। সেদিন শহর তথা দেশের পরিস্থিতি উত্তপ্ত ছিলো। তবে আমরা স্বাস্থ্য সেবার সাথে জড়িত ছিলাম। সেদিন শিশু কারফিউ সিজারের মাধ্যমে জন্মগ্রহণ সম্পন্ন হয়। মা ও শিশু সুস্থ ছিলো।
হিমেল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ