পাইকারি কেনা বেচা শেষে সকালে দ্বিতীয় দফায় জমজমাট হয়ে ওঠে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা বাজার কারওয়ান বাজার। বৈচিত্রে ভরা এই কারওয়ান বাজারে মেলে ১০ টাকা ভাগা সবজিও।
এগুলো বেশিরভাগ বেচাবিক্রি হয় নিম্ন আয়ের মানুষের মধ্যে। আর একটি বাজার আছে, যেখানে কেজি নয়, মাছ বিক্রি হয় ঠোকা হিসেবে।
সমাজের ধনী–গরীবসহ প্রায় সব শ্রেণীর মানুষ কারওয়ান বাজার থেকে বাজার করেন। সামর্থের হিসেবে যে বাজার লাখ টাকা পর্যন্ত ছোঁয়।
স্বাভাবিক বেচাবিক্রীর বাইরেও কিছু ভিন্ন চিত্র আছে কারওয়ান বাজারে। যেখানে মেলে ১০ টাকা ভাগা সবজি।
এই সবজি কারা কেনেন, বিক্রিই বা কারা করেন। কিভাবে সংগ্রহ হয় –এমন জিজ্ঞাসার চেয়ে বড় বিষয় হচ্ছে–নষ্ট প্রায় এ সবজির সঙ্গে জড়িত যেমন জীবিকা তেমনি আছে কম টাকায় সবজি পাওয়র স্বস্তি।
কারওয়ান বাজারে ১০ টাকা ভাগা যেমন সবজি পাওয়া যায় ঠিক তেমনিভাবে বড় আড়ৎ এবং মাছের বাজার থাকার পরও এই রেল লাইনের ওপরে যে বাজার সেখানে মাছের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম।
আড়তের কাছাকাছি অস্থায়ী এই মাছের বাজারে ক্রেতা সমাগম নেহাত কম না। বড় কারণ কম দাম।
এমন বেচাবিক্রি এবং বাজার ব্যবস্থাকে উৎসাহিত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বলেন, এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ অর্থনীতির ভিত আরও শক্ত হবে।
শুধু কারওয়ান বাজার নয় অনেক বাজারেই চলে এমন পণ্যের বেচাকেনা। এতে গুরুত্ব দেয়ার পাশাপাশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শায়লা/দীপ্ত নিউজ