রাঙামাটির কাপ্তাই হ্রদে ঝড়ো হাওয়ায় একাধিক নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দ্রুত তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে আকস্মিক ঝড়ে লংগদু উপজেলার বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় মোট ০৫ জন নিখোঁজ হয়েছিলেন বলে জানা যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। ওই রাতে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। একইসঙ্গে এক শিশুর মরদেহ উদ্ধার হয়। পরদিন সকালে আরও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
একই রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ৬ যাত্রীর মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নামে দুই যুবক এখনও নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় নৌকাটি উদ্ধার করা হলেও নিখোঁজদের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শুধু নিরাপত্তাই নয়, মানবিক দায়িত্ব পালনে তারা সর্বদা সচেষ্ট।