২
৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী‘।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। এতে নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিটের ‘আলী‘র মনোনয়ন পেয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসরে।
কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটি–ই প্রথম। পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে ‘আলী‘ লড়বে পাম দি‘অর বা গোল্ডেন পামের জন্য। ভূমধ্যসাগরের দক্ষিণ ফরাসি উপকূলে ১৩ মে এবারের উৎসব শুরু হবে, চলবে ২৪ মে পর্যন্ত।