১৮
প্রতিবারই কানের লালগালিচায় ভারতীয় তারকারা নজর কাড়েন। পাশাপাশি গত আসরে জুরির দায়িত্বও পালন করেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। সেই ধারাবাহিকতায় এবারের আসরেও ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আমন্ত্রিত হয়েছেন আনুশকা শর্মা।
আজ শনিবার (২৭ মে) তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কান উৎসবের কিছু উষ্ণ ছবি পোস্ট করে রীতিমত ভক্তদের নজর কেড়ে নিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। নজর কাড়া ছবিগুলো আপলোড করে আনুশকা সাথে ক্যাপশন জুড়ে দেন দ্য নাইট… #কান্স ২০২৩।

হালকা গোলাপি রঙের অফ শোল্ডার টপ পরেছেন আনুশকা শর্মা।
এফএম/দীপ্ত নিউজ