আজ ১৪ই ডিসেম্বর ২০২৩ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে কানাডার টরন্ট প্রবাসী বাঙালি কমিউনিটি।
প্রতিবছরের মতো এবারও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে।টরন্টোর ডেনফোর্থ এভিনিউতে প্রদীপ মিছিল করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।টরন্টোর বিভিন্ন সংঠনের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যক্তিরা একাত্তরের গনহত্যার প্রতিবাদ এবং আন্তর্জাতিক সীকৃতির আহবান জানানো হয়।
সমাবেশে টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দৌজা,পিটি আইয়ের সভাপতি বিদ্যুৎ দে,সংবাদ পাঠিকা আসমা আহমেদ ,শিবু শেখ শাহনয়াজ, উদীচীর সাধারণ সম্পাদক মিনারা বেগম সহ অনেকে।
সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।
সভাপতি এনায়েত করিম বাবুল সবাই কে ধন্যবাদ জানিয়ে এবং একাত্তরের গনহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির আহবান জানিয়ে সমাপ্ত করেন।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা সংসদও আলাদাভাবে তাদের কার্যালয়ে শহীদের প্রতিশ্রদ্ধা জ্ঞাপন করেন।
সংবাদ সূত্রঃ শহীদুল হক,কানাডা