সামান্য বৃষ্টি হলেই নওগাঁ পৌর শহরের বেশিরভাগ রাস্তা হয়ে যায় চলাচলের অনুপযোগী। দেখে বোঝার উপায় নেই সেগুলো পাকা না কাঁচা রাস্তা। আবার গর্তের কারণে কোথাও পানি জমে আছে।
সম্প্রতি বৃষ্টির পানিতে শহরের চলাচলের সড়কে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। ফলে দুর্ভোগে পড়েছেন শহরের লোকজনসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ পৌর মেয়রের সদিচ্ছা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পাকা সড়কগুলোর এ অবস্থার সৃষ্টি হয়েছে।
হঠাৎ করে বৃষ্টি হলে বৃষ্টির পানিতে শহরের কাপড়পট্টি, ডাবপট্টি, টিনপট্টি, আরজি–নওগাঁ, দপ্তরি পাড়ার সড়কে কাদা লেপটে আছে। আবার কোথাও কোথাও পানি জমে আছে। মানুষজন কাদামাটি গায়ে লাগার ভয়ে চলাচল করছে সাবধানে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পাকা সড়ক এখন কাদাময় সড়কে পরিণত হয়েছে। বিশেষ করে দুর্ভোগের মুখে পড়েছেন মোটরসাইকেল চালকেরা।
নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি মুঠোফোনে বলেন, ব্রীজের মোড় থেকে কাপড় পট্টি হয়ে পুরাতন কাঠহাটি, তুলাপট্টির রাস্তা, চুড়িপট্টির মুখ থেকে বীণাপাণির মোড়, এর সাথে আরেকটি রাস্তা আছে সেটা খাস–নওগাঁ নবির ডাক্তারের মোড় থেকে ইদুর বটতলী হয়ে শহিদুলের মোড় পর্যন্ত এই চারটি রাস্তার কাজের জন্য ৫কোটি ৪৮লাখ টাকা ব্যয়ে ইতেমধ্যে টেন্ডারে চলে গেছে। অল্প দিনের মধ্যেই কাজ শুরু হবে। আর সবগুলো রোড ও ড্রেন আরসিসি হবে।
আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ