কাতার কাজে না যাওয়ায় মহসিন ঢালীর গ্রামের বাড়িতে হামলা ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছে তিনজন।
বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাখালী ইউনিয়নের ছোট মাকহাটির ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মহসিন ঢালীর বড় ভাই আলামিন ঢালী (৩৫), বোন আলো বেগম (৩৯) ও তার মা মর্জিনা বেগম (৫৫)। তারা সকলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
বড় ভাই আলামিন ঢালী বলেন, পাঁচ বছর আগে কাতারে রাসেল ও ইমনের বোরকার কারখানায় কাটিং মাস্টার হিসেবে এক বছরের চুক্তিতে কাজ করেন মহসিন। বছর শেষে মহসিন অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ও ইমন তাকে জোর করে সেখানে পাঁচ বছর কাজ করায়।
তিনি আরও জানান, পরশুদিন থেকে মহসিন কাজে না যাওয়ায় আজকে ইমনের বাবা নুর মোহাম্মদ বাসায় এসে আমাদের হুমকি দেয়। পরে ইমনের লোকজন মানিক ও জয়ের নেতৃত্বে ২০–২৫ জন বাড়িঘর ভাঙচুর করে মা–বোন ও আমাকে মারধর করে ১১ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। তাদের কাছ থেকে রক্ষা পেতে জরুরী সেবায় কল দেওয়ার ৩ ঘণ্টা পর পুলিশ বাড়িতে আসে।
ইমন অভিযোগ অস্বীকার করে বলেন, মহসিন বাসায় আসার কথা বলে আমার ভাইয়ের ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আমার বাবা এ বিষয় তাদের বাড়িতে গেলে উল্টো তারা আমার বাবাকে অপমান করে বের করে দেয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ঘটনাটা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নিবো।
এসএ/দীপ্ত নিউজ