প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মাকসুদুল আলম চৌধুরীকে সাথে নিয়ে, ফিতা কেটে টি এন্ড মোর রেস্টুরেন্ট উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ।
এসময় রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশী প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য উদ্যোক্তাকে ধন্যবাদ জানান ।
উদ্যোক্তা মাকসুদুল আলম চৌধুরী বলেন, কাতার প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনায় রেখে সূলভমুল্যে নিরাপদ, স্বাস্থ্যসম্মাত, রুচিশীল, সুস্বাদু খাবার পরিবেশন করা হবে।
পরিশেষে, রেষ্টুরেন্টের সাফল্য ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মোমেন উদ্দিন । উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত বিপুলসংখ্যক প্রবাসীদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী অভি চৌধুরী ও উসমান খানসহ কমিউনিটির অন্যান্য অতিথিবৃন্দ।
ইএ/দীপ্ত নিউজ