কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুদিন ব্যাপী ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ বছর সম্মেলনের থিম ছিল ‘দি রাইজিং’। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কক্সবাজারের একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন– কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সারাদেশ থেকে আগত বিক্রয় কর্মকর্তারাও সম্মেলনে অংশ নেন।
এদিকে দুদিনের ইভেন্টে গত বছরের পর্যালোচনা এবং ২০২৫ সালের জন্য পরিকল্পনা, নতুন পণ্য উন্মোচন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।