‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে দেশের বৃহত্তম ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মসের উদ্যোগে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়েছে।
ডিম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজী ফার্মসের রাজশাহী ডিম সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল মোমিন, রাজশাহী ডিম সেলস সিনিয়র একি্রাকিউটিভ মেহেদি হাসান, ক্যাশ এন্ড ইনভেনটার সিনিয়র অফিসার নুর হোসেন, রাজশাহী চিকস এন্ড ফিড সেলসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেলাল উদ্দিন, কাস্টমার সার্ভিসের সিনিয়র অফিসার ডা. তন্ময় সাহা।
এ সময় বিনামূল্যে ডিম পেয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা কাজী ফার্মসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহানগরীর ন্যাশনাল হিফযুল কুরআন একাডেমী, জামিয়া কারীমিয়া মাদ্রাসা, বর্ণমালা আর্দশ স্কুল, ছোট বনগ্রাম প্রাথমিক বিদ্যালয় ও জামিয়া রহমানিয়া মাদ্রাসায় বিনামূল্যে কাজী ফার্মসের পক্ষে থেকে ১ হাজার ৪২০টি ডিম প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কাজী ফার্মসের কর্মকর্তাবৃন্দ বলেন, প্রাণিজ আমিষের চাহদিা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন এবং সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালনের আয়োজন করে, যা পরবর্তী সময়ে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়ে আসছে।
ইউ. আদনান/পূর্ণিমা/দীপ্ত নিউজ