কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) আকতাউয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে লাগা আগুন নেভাতে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।
রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের পরিচালিত বিমানটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের গ্রোজনিতে যাচ্ছিল। কিন্তু, গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে কাজাখস্তানের দিকে ফিরিয়ে দেওয়া হয়।
তবে আজারবাইজান এয়ারলাইন্স এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।
স্থানীয় কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ১০৫ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।
বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, বিমানটিতে ৬৭ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।
সূত্র : দ্য গার্ডিয়ান ও এপি