আসন্ন রোজার ঈদে মুক্তি পাচ্ছে চারশ বছর আগের প্রেক্ষাপট নিয়ে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত সিনেমা ‘কাজলরেখা‘।
শনিবার (৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টির ঘোষণা দেওয়া হয়।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমরা ছবিটির মুক্তি নিয়ে একেবারেই প্রস্তুত। এরমধ্যে শুধু ঈদই নয়, বৈশাখের আমেজটাও আমরা ধরতে পারব।’
আরও পড়ুন: শাকিবের ব্যবসায় সাকিব !
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির কেন্দ্রীয় শিল্পী মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ, সাদিয়া আয়মান, ইরেশ যাকেরসহ অনেকে।
কাজলরেখার প্রধান চরিএে অভিনয় দিয়েই বড় পর্দায় অভিষেক হতে চলেছে ২০১২ চ্যানেল আই সেরা নাচিয়ে মন্দিরা চক্রবর্তী।
এছাড়া ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। আর খল চরিত্রে কাজ করেছেন খাইরুল বাশার।
সুপ্তি/ দীপ্ত নিউজ