বিজ্ঞাপন
রবিবার, জুলাই ৬, ২০২৫
রবিবার, জুলাই ৬, ২০২৫

কাগজপত্র থাকার পরও মামলা, মোটরসাইকেলে আগুন দিলেন চালক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরগুনায় ট্রাফিক সার্জেন্ট মামলা দেয়ায় নিজ মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন এক রেন্টকার (ভাড়ায় চালিত) মোটরসাইকেল চালক।

রবিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে বরগুনা জিরো পয়েন্টের ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। ওই চালকের নাম নজরুল ইসলাম। তিনি পৌর শহরের উকিলপট্টি এলাকার বাসিন্দা।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, নজরুল ইসলাম বরগুনাপুরাকাটা রুটে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালায়। তার স্ত্রীর ডেঙ্গু টেস্টের জন্য সকালে তাকে নিয়ে ক্লিনিকে যায়, কিন্তু টাকা নিতে ভুলে যাওয়ায় দুপুরের দিকে টাকা নিতে বাসায় আসে। তখন জিরো পয়েন্ট ট্রাফিক বক্সের সামনে তাকে আটকে দেয় ট্রাফিক সার্জেন্ট। তখন তার সঙ্গে কাগজপত্র না থাকায় তাকে মামলা দিতে চায় পুলিশ। তখন নজরুল বাসা থেকে কাগজ আনার জন্য ছেলেকে পাঠায়। পুলিশ বক্স থেকে তার বাসার দুরত্ব কয়েক মিটার। ছেলে কাগজপত্র নিয়ে আসলেও পুলিশ হেলমেটের মামলা দেয়। এতে ক্ষোভেকষ্টে নিজের মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়।

ভুক্তভোগী নজরুলের স্ত্রী বলেন, আমি খুব অসুস্থ, ডেঙ্গু টেস্ট করাতে নিয়ে গিয়েছিলো আমাকে। পরে টাকা নিতে বাসায় আসার সময় কাগজ না থাকায় তাকে মামলা দিতে চায়। বাসা কাছাকাছি থাকায় ছেলেকে পাঠিয়ে বাসা থেকে কাগজ আনলেও পুলিশ মামলা দিয়ে দেয়। একদিকে আমি অসুস্থ, তারমধ্যে এমন অমানবিক কাজের বিচার চাই।

ভুক্তভোগী মোটরসাইকেল চালক নজরুল ইসলাম বলেন, আমার স্ত্রী অসুস্থ, তাকে ক্লিনিকে রেখে বাসার দিকে আসছিলাম। তখন কাগজ না থাকায় পুলিশ আমাকে আটকায়। এখান থেকে বাসার দূরত্ব ২১ মিনিটের পথ। ছেলেকে পাঠিয়ে আমি সকল কগজ আনলেও তারা আমাকে মামলা দেয়। এমনকি আমি স্ত্রীর অসুস্থতার কথা বললে তারা বলে স্ত্রী অসুস্থ তাতে কি, আপনি তো অসুস্থ না। পরে আমার স্ত্রী এখানে আসলেও তার আকুতি মিনতি পুলিশ শোনেনি।

তবে পুলিশ জানায়, মোটরসাইকেল চালক নজরুলকে কাগজপত্রের জন্য কোনো মামলা দেয়া হয়নি। সাথে হেলমেট না থাকায় তাকে মামলা দেয়া হয়েছে।

কর্তব্যরত সার্জেন্ট শাহাবুদ্দিন বলেন, আমি মাছ বাজারের সামনে দায়িত্বরত ছিলাম। তখন হেলমেট ছাড়া যেতে দেখে ইশারা দেই। কাগজপত্র দেখতে চাইলে উনি কাগজপত্র নিয়ে আাসার জন্য সুযোগ চায়, পরে তার নাম ঠিকানা রেখে কাগজ আনার সুযোগ দেয়া হয়। কাগজপত্র নিয়ে আসলে তাকে কাজের কোনো মামলা দেয়া হয়নি। কিন্তু হেলমেটের জন্য তাকে মামলা দেয়া হয়। এতে রাগে ক্ষোভে সে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ খবর শুনে তার স্ত্রী চলে আসে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, কাগজপত্র দেখানো সত্ত্বেও মামলা দিয়েছে, এই কথাটা সঠিক না। কারণ কাগজ থাকা সত্ত্বেও হয় যখন হেলমেট না পড়ে, রং পার্কিং করে, যখন উল্টো পথে চালায়, এই মামলাগুলোও কিন্তু হয়। এটা আইনে আছে। সুতরাং মামলাটা দিয়েছে আইনসঙ্গতভাবেই।

তিনি বলেন, পুলিশের কাজে বাধা দেয়াটা একটা আইনগত অপরাধ। এখন যেহেতু তার ওয়াইফ অসুস্থ এবং সে একজন রেন্টকার আর সে তার কাজের জন্য অনুতপ্ত। এজন্য আমরা অন্য কোনো আইনগত প্রক্রিয়ায় যাচ্ছি না। সে আমার বরাবর ভুল স্বিকার করে আবেদন করেছে। তাই মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হবে।

শাহ্ আলী/এজে/বরগুনা

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More