২৪০
কাকড়াইলের আল রাজী কমপ্লেক্সের নীচে হামলার শিকার হয়েছেন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। এসময় তিনি গুরুতর আহত হন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দলের কার্যালয়ের নিচে এই হামলার ঘটনা ঘটে।
নুরুল হক নুরের ফেসবুক পেজে শেয়ার করা লাইভে দেখা যায়, তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।
এসময় লাইভে বলতে শোনা যায়, দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টির হামলার বিষয়ে সেখানে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন নুরসহ নেতারা। এসময় জাতীয় পার্টি ও আয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে হামলা চালিয়েছে।