ভালোবাসা, বিশ্বাস আর জীবনের কঠিন বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘কাঁচের চুড়ি’। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
নাটকের গল্প আবর্তিত হয়েছে এক দরিদ্র দম্পতি রমিজ ও শিউলিকে ঘিরে। সংসারের অভাব-অনটন, দিন গুজরানের সংগ্রাম আর ছোট ছোট চাহিদার ভেতর দিয়ে গড়ে উঠেছে তাদের জীবনের জটিল এক অধ্যায়। ভালোবাসার সম্পর্কেও যখন ঢুকে পড়ে হতাশা ও ভুল বোঝাবুঝি, তখন সম্পর্কের বন্ধনও ভেঙে যেতে শুরু করে।
একদিন এক জোড়া কাঁচের চুড়ি কেনাকে কেন্দ্র করে শুরু হয় তাদের সম্পর্কের ভাঙাগড়ার গল্প। এ সময় তাদের জীবনে আসে আশিক—যে নিয়ে আসে এক নতুন আলো, আবার তার সঙ্গেই অন্ধকারের ছায়াও। আশিকের আগমনে শিউলির জীবনে আসে নতুন অনুভূতি ও রঙ, যা পরবর্তীতে মিশে যায় অপরাধবোধ ও অনুশোচনায়।
শেষ পর্যন্ত ভালোবাসা, ত্যাগ আর আত্মসম্মানের সংঘর্ষে তৈরি হয় নাটকটির আবেগঘন পরিণতি।
নাটকটিতে অভিনয় করেছেন জাহের আলভী, ইফফাত আরা তিথি, আশরাফুল আলম সোহাগ ও জোনাক। রচনায় রাখি চৌধুরী, চিত্রগ্রহণে সামসুল ইসলাম লেনিন ও নিলয় খান।
স্থিরচিত্র তুলেছেন শোভন, আবহ সংগীতে আপেল মাহমুদ এমিল, প্রধান সহকারী পরিচালক তারিকুল ইসলাম সাগর এবং প্রযোজনায় রয়েছে জাগো ইন্টারটেইনমেন্ট।
প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘কাঁচের চুড়ি’ আগামী ১৩ নভেম্বর প্রকাশ পাবে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।