৮
এবার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে কাঁচা মরিচ। হঠাৎ করে কাঁচা মরিচের এমন উচ্চ মূল্য দেখে হতাশা প্রকাশ করছেন গ্রাহকরা।
গ্রাহকরা জানান, কালকে যে মরিচ ৩০০ টাকা কেজি দরে কিনেছি আজ দুপুরে সে মরিচ ৬০০ টাকা এটি মেনে নেওয়া যায়?
এমন দামের কারণ কী জানতে চাইলে দোকানিরা বলেন, ঈদের কারণে গাড়ির সংখ্যা কম। ঢাকার বাইরে থেকে পণ্যবাহী গাড়ি আসছে না। যে কয়টা আসছে সেগুলো নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া বৃষ্টির কারণে মরিচের আবাদ কমে গেছে। তাই এমন দাম। ঈদের ছুটি শেষে সব আবার চালু হলে হয়ত দাম কমে যাবে।
আল/ দীপ্ত সংবাদ