বৃষ্টির অজুহাতে উত্তপ্ত বাজারে আরেক দফা বেড়েছে বিভিন্ন শাক–সবজির দাম। ২০০ টাকা পার করেছে কাঁচামরিচের কেজি। সবজির দামও বেশ চড়া। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। মাছের বাজারে যেন রীতিমত আগুন জ্বলছে।
বর্ষা চলছে এখন ঋতুচক্রে। মেঘলা আকাশে থেমে থেমে চলছে বৃষ্টি। আষাঢ়ের সেই কালো মেঘের মতোই বাজারের হালচালে ঢাকা পড়ে আছে ক্রেতার মন।
বৃষ্টির অজুহাতে রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামরিচের দাম ডাবল সেঞ্চুরি পার করেছে। এছাড়া বেশিরভাগ সবজির দামও গড়ে ৫০ টাকার ওপরে। এমনকি কচুর মুখীর কেজিও একশ টাকা ছুঁয়েছে।
কুরবানির ঈদের আগে থেকে চড়া পেঁয়াজের বাজার। এর দাম এখন ১০০ টাকা। বাজার ভেদে যা আরও বেশি। তবে স্থিতিশীল রয়েছে রসুনের দাম।
মাছের বাজারে দাম শুনেই ক্রেতার চোখ কাপলে ওঠার দশা। চিংড়ি মানভেদে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত চাইছেন বিক্রেতারা।
স্থিতিশীল রয়েছে গরু–খাসির মাংসের দাম। গরু ৭৫০ ও খাসি ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
আল/ দীপ্ত সংবাদ