ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (৪ মে) রাত পৌনে ১২টায় উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আব্দুল মোতালেবের ছেলে। আহত ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা সুজন বর্মণ বর্তমানে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কসবা থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৪ মে) রাতে প্রায় পৌনে ১২টার দিকে মাদলা সীমান্তে বিএসএফ সন্দেহজনকভাবে সাকিব ও তার সহযোগী ভারতীয় নাগরিক সুজন বর্মণকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুজন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা চিকিৎসার জন্য আহত সাকিব‘কে কুমিল্লা ও সুজন বর্মণ‘কে ঢাকা পাঠান। সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাকিব।
মাদলা গুচ্ছগ্রামের স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত সাকিবের মরদেহ তার বাড়িতে আনা হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাকিব ও সুজন চোরাই মোটরসাইকেল আনা নেওয়া করতেন।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, সাকিবের মৃত্যু ঘটলেও ভারতীয় নাগরিক সুজন বর্মণ এখন চিকিৎসাধীন। তার অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
রিফাত আন নাবিল/এসএ