আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে প্রায় অর্ধশতাব্দী ধরে দেশব্যাপী বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—মন ও বয়সের উপযোগী সুন্দর, সুখপাঠ্য ও উন্নত মানসম্পন্ন বইপড়ার মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক বিকাশ ঘটানো।
সেই ধারাবাহিকতায় সদ্য একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনন্দময় জগতে আহ্বান জানাচ্ছে প্রতিষ্ঠানটি। এই আনন্দময় যাত্রায় রয়েছে বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই পড়ার সুযোগ। পাশাপাশি দেশ–বিদেশের সেরা চলচ্চিত্র উপভোগ এবং বিভিন্ন বিষয়ে বিশিষ্টজনের বক্তৃতা–আলোচনা শোনার সুযোগও মিলবে। শুধু তাই নয়, পাওয়া যাবে পুরস্কারও।
ঢাকা মহানগরীর কলেজগুলোর একাদশ শ্রেণির যেকোনো শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। ১৮ সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মোট ১২টি বই পড়তে হবে। যারা এই কর্মসূচিতে অংশ নেবে, তারা প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে (সাধারণত শুক্রবার) বিশ্বসাহিত্য কেন্দ্রে এসে একটি করে বই বাড়িতে নিয়ে যাবে এবং এক সপ্তাহের মধ্যে সেটি পড়ে ফেরত দিয়ে অন্য একটি বই নেবে। যদিও ১২টি বই পড়ার জন্য ১২ সপ্তাহ সময়, কিন্তু ভালোভাবে আত্মস্থ করার জন্য এবং পরীক্ষা বা অসুস্থতার মতো পরিস্থিতি সামাল দিতে মোট ১৮ সপ্তাহ সময় পাওয়া যাবে।
বই পড়া শেষে একটি ছোট্ট মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়; যেখানে ৬টি বই পড়লে ‘স্বাগত পুরস্কার’, ৮টি বই পড়লে ‘শুভেচ্ছা পুরস্কার’, ১০টি বই পড়লে ‘অভিনন্দন পুরস্কার’ এবং পুরো ১২টি বই পড়লে ‘সেরা পাঠক পুরস্কার’ জেতার সুযোগ রয়েছে।
আগ্রহী শিক্ষার্থীরা কলেজ আইডি কার্ডের ফটোকপি, এক কপি পাসপোর্ট এবং এক কপি স্ট্যাম্প সাইজ ছবি নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে যোগাযোগ করতে পার। কর্মসূচিতে অন্তর্ভুক্তি ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। এর মধ্যে ৮০ টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা রাখা হয়, যা কর্মসূচি শেষে নিয়ম অনুযায়ী বই জমা দিয়ে ফেরত পাওয়া যাবে।
সদস্য হওয়া যাবে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত। যোগাযোগ: বাংলা মোটর, ১৭ ময়মনসিংহ রোডের বিশ্বসাহিত্য কেন্দ্র, প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে– ৯৬১১২২৮–৯ অথবা ০১৭৬১৪৯৬৪৯৭ নম্বরে।