কোপা আমেরিকার শুরুটা ভালো করতে পারে নি একঝাঁক তরুণ নিয়ে খেলতে আসা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বুধবার (৩ জুলাই) ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল–কলম্বিয়া।
প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে হতাশার গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪–১ গোলে বিধ্বস্ত করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’ এর দুইয়ে অবস্থান করে কোয়ার্টার ফাইনাল মোটামুটি নিশ্চিত বলা যায়।
তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে। কারণ টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া।
প্যারাগুয়ের বিপক্ষে দল দারুণ জয় পেলেও কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।
ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন বেকার; দানিলো, গ্যাব্রিয়েল ম্যাগালায়েস, মারকুইনোস, গ্লেইসন ব্রেমের; জোয়াও গোমেস, ব্রুনো গিমারেস, আন্দ্রেস পেরেইরা; স্যাভিনিও, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।
উল্লেখ্য, দুই দলের মুখোমুখি লড়াইয়ে কলম্বিয়ার জয়ের পাল্লাই ভারি। সর্বশেষ ৬ দেখায় মাত্র দুটি ম্যাচে ব্রাজিল জয়ের দেখা পেয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ