পাশ্ববর্তী দেশ ভারতের কলকাতা শহরে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন, সেতু মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১১ এপ্রিল) কলকাতা অ্যাপোলো হাসপাতালে ওবায়দুল কাদের‘কে দেখতে পান বলে দাবি করেছেন এক বাংলাদেশি।
ডিজিটাল সংবাদমাধ্যম ‘সকাল সন্ধ্যা‘ সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
যিনি ওবায়দুল কাদেরকে অ্যাপোলো হাসপাতালে দেখতে পেয়েছেন, তিনি এই সাংবাদিকের বন্ধু।
ফেসবুক পোস্টে গাজী নাসির উদ্দীন আহমেদ লিখেছেন, আমার এক বন্ধু কলকাতা গেছে ডাক্তার দেখাতে। অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জীর জন্য অপেক্ষা করছিল। আজ বিকেলেই। ডাক্তারের রুম বন্ধ। ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলছেন, স্যার লাঞ্চে। ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। আকাশি রঙের টি–শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে, ‘ওবায়দুল কাদের না!’ ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন।
তিনি আরও লিখেন, আমার বন্ধু বলছে, ‘পুরা চকচক করতেছিলেন স্যার। চিন্তা করতে করতে ব্যাডা বাইরাইয়া গেলো।’ ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এখন কলকাতায় আছেন। দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের কোথায় আছেন, সুস্থ আছেন কি না— এ নিয়ে নানা প্রশ্ন ওঠে।
এসএ