পশ্চিমবঙ্গে আর জি কর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মৌমিতা দেবনাথকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যাকাণ্ডের বিচার চেয়ে ভারতজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। দেশটির আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলছে প্রতিবাদ, তোলা হয়েছে বিচারের দাবি।
১৬ই আগস্ট সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘উই আর মৌমিতা’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
একই স্থানে শিক্ষার্থীরা রাত ১০টার দিকে শুরু হয় ‘রাত দখল করো নারী’ কর্মসূচি। এ ছাড়া মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।
প্রতিবাদ সমাবেশে ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রী ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, মৌমিতাকে অত্যন্ত নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। প্রথমে তার ধর্ষণের খবরটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তীতে ময়নাতদন্তে দলবদ্ধ ধর্ষণের আলামত পাওয়া যায়। এমনভাবে গলা চেপে ধরা হয়েছে যে, তার চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে।
ওই ছাত্রী ভারতের ঘটনার বিচার চেয়ে বলেন, বাংলাদেশে এখন স্বৈরশাসন উৎখাত হয়েছে। নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমরা আশা করব, দেশের নারীদের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।
আল/ দীপ্ত সংবাদ