ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রোরেলের কর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) উপ–প্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ৮টা ১৫ মিনিটে উত্তরা উত্তর হতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া ডিএমটিসিএল কর্মকর্তা আকরাম হোসেন বলেন, ১৮ ডিসেম্বর বোর্ড মিটিংয়ে আমাদের দাবি মেনে নেবেন বলে অঙ্গীকার করেছেন এমডি। সেজন্য আন্দোলন ওইদিন পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে।
এদিকে, ডিএমটিসিএল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেট্রোরেল অদ্য রাত ৮:১৫ ঘটিকা হতে উত্তরা উত্তর হতে চলাচল শুরু করেছে।
এর আগে, বেঁধে দেওয়া সময়ে ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি–বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশ না করায় পূর্বঘোষণা মতে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন ডিএমটিসিএল নিয়মিত কর্মকর্তা–কর্মচারীর একাংশ। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি।
এসএ