শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কর্পোরেট চ্যালেঞ্জ জয় করার দৃঢ় প্রত্যয় নিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আদর্শ, সুশিক্ষা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ও কর্পোরেট চ্যালেঞ্জ জয় করার দৃঢ় প্রত্যয় নিয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ২৪তম ব্যাচের নবীন বরণ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) নবীনবরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই দিন বর্ণিল সাজ ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক কায়সার হক। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান অতিথি জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। পরে অতিথিবৃন্দসহ নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

উপাচার্য স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো নিজেকে আবিষ্কারের জায়গা। এখানে তুমি নিজের ভবিষ্যত গঠনের জন্য চারটি বছর পাবে। আমি তোমাদের অনুরোধ করব এই চারটি বছরকে যথাযথভাবে কাজে লাগিয়ে তুমি নিজ জীবন, সমাজ ও টেকসই দেশ গড়ার কাজে সহযোগিতা করবে।

এরপর পাবলিক রিলেশন্স বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নটর ডেম-এর ইতিহাস অনেক পুরাতন। এই ঐতিহ্য ও শিক্ষার সাথে আমার বাবা জড়িত ছিলেন। তাঁর মুখে নটর ডেমের কথা শুনে আমার বেড়ে ওঠা। আমি মিশনারি স্কুলের ছাত্র ছিলাম। আমি জেনে অত্যন্ত আনন্দিত নটর ডেম এখন বিশ্ববিদ্যালয় শুরু করেছে এবং ইউনিভার্সিটি অব ইন্ডিয়ানার সাথে সরাসরি সম্পৃক্ত। আমি আশাবাদী নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভবিষ্যতে গবেষণা ভিত্তক কোর্স কারিকুলাম এবং উচ্চতর শিক্ষায় বিশেষ অবদান রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাদার লেনার্ড শংকর রোজারিও সকল অ্যাকাডেমিক স্টাফ, ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম গণছালভেস, সিএসসি রেজিস্ট্রার অফিস-এর কার্যক্রম, ডেপুটি এক্সাম কন্ট্রোলার ফাদার বনিফাস টলেন্টিনু, সিএসসি এক্সাম অফিসের কার্যক্রম, ফাদার টম ম্যাকডরমেট, সিএসসি ল্যাংগুয়েজ সেন্টারের বিশেষ সেবা ও কার্যক্রম এবং মিসেস এ্যানি গমেজ অ্যাকাউন্টস অফিসের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন।

ফাদার লরেন্স নরেশ দাশ, সিএসসি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কনডাক্ট ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। এ ছাড়া সহকারী রেজিস্ট্রার ফাদার নিত্য এক্কা, সিএসসি ক্লাবের কার্যক্রম, ড. সিস্টার মেরী হেনরীয়েটা গমেজ, এসএমআরএ কাউন্সিলিং-এর গুরুত্ব, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী বেঞ্জামিন লাবা কাম্পু নবীন শিক্ষার্থীদের পরামর্শ ও বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, নবীন শিক্ষার্থী ফাতেমা সুলতানা রাফিয়া নটর ডেম বিশ্ববিদ্যায় বাংলাদেশকে উচ্চ শিক্ষার জন্য বেছে নেওয়ার কারণ, অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সবশেষে রেজিস্ট্রার সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More