রাঙামাটিতে কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে।
শুক্রবার (২৩ জুন) থেকে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটে উৎপাদন হচ্ছে ৬০–৬৫ মেগাওয়াট বিদ্যুৎ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে পানি কমে গেলে উৎপাদন ব্যাহত হয় কেন্দ্রটির। হ্রদে পানির পরিমাণ বেশি থাকলে বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদনও বেড়ে যায়।
বর্তমানে রেশনিং পদ্ধতিতে দুটি করে ইউনিট পরিচালনা করা হচ্ছে। যারমধ্যে প্রতি সেকেন্ডে ১১ হাজার ৪১৫ কিউসেক পানি ছাড়া হচ্ছে। শনিবার (২৪ জুন) রুলকার্ভ অনুযায়ী পানি রয়েছে ৭৫.৩২ মীনস সি লেভেল আর পানি থাকার কথা ৮১.৮৪ মীনস সি লেভেল।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের বলেন, ‘সম্প্রতি বৃষ্টি শুরু হওয়া ও উজান থেকে পানি নামায় পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আগে একটি ইউনিট দিয়ে মাত্র ২৫ মেগাওয়াট উৎপাদন হলেও বর্তমানে ২টি ইউনিট হতে উৎপাদন হচ্ছে ৬০–৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানি বাড়লে, বিদ্যুৎ উৎপাদনও বাড়বে। আমাদের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট।‘
মিশু দে/আফদীপ্ত নিউজ