শূন্য করোনা নীতি নিয়ে চীনের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কয়েকটি প্রধান শহরে। পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয়েছে ধরপাকড়।
সোমবার টানা তৃতীয় দিনের মতো উত্তাল চীন। সরকারের কঠোর কোভিড নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি। প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংয়ের ক্ষমতা নেয়ার পর এমন বিক্ষোভ নজিরবিহীন। কঠোর শাস্তির ভয় উপেক্ষা কোরেই রাজধানী বেইজিং, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সাংহাইসহ বিভিন্ন শহরের রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। বিক্ষোভে যোগ দিয়েছেন শিক্ষার্থীরাও। করোনা নীতি শিথিল এবং প্রেসিডেন্ট শি জিনপিং আর কমিউনিস্ট পার্টির পদত্যাগের দাবি তাদের।
কয়েক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। পরিস্থিতি মোকাবিলায় কঠোর হচ্ছে চীন সরকার। এরইমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জোরদার করা হয়েছে সাংহাইয়ের নিরাপত্তা।
চীনে আবার করোনার প্রকোপ বাড়তে থাকায়, কড়াকড়ি আরোপ করে সরকার। এই অবস্থায় সম্প্রতি উরুমচি শহরের একটি ভবনে আগুন লেগে দশজনের মৃত্যু হয়। কোভিড বিধিনিষেধের জন্য উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় এই প্রাণহানি- এমন অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ।