করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন উপধরণ “জেএন ডট ওয়ান” এর সংক্রমণ বাড়ায়, এটিকে “ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট” শ্রেণিভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং চীনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন এ ধরন। সংক্রমণ রোধে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন উপধরন জনস্বাস্থ্যের জন্য কম ঝুঁকিপূর্ণ।
কোভিড প্রতিরোধে বর্তমানে যেসব টিকা চালু আছে সেটি দিয়েই এই উপধরনের সংক্রমণ থেকে সুরক্ষা মিলবে। ভারতের গোয়া ও কেরালাসহ কয়েকটি রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুন: করোনার টিকায় অবদান রাখায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী
আল/ দীপ্ত সংবাদ