ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর এবার ইসরায়েল থেকে ফিলিস্তিনি বন্দিদেরও মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এদের মুক্তি দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা টম বেনেট জানিয়েছেন, ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজা থেকে আটক ১ হাজার ৭০০ জনকে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২২টি শিশুও রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত অফের কারাগার থেকে বন্দিদের মুক্তির প্রস্তুতি চলছে। শুক্রবার (১০ অক্টোবর) বন্দিদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের আইন মন্ত্রণালয়। সকাল থেকেই কারাগারের বাইরে স্বজনরা অপেক্ষা করছেন প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায়।
পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরে প্রায় ১০০ বন্দি মুক্তি পাবেন। তাঁদের গাজা বা মিশরে পাঠানো হবে। এছাড়া একটি ছোট অংশ মুক্তি পাবে পূর্ব জেরুজালেমে।
এদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইতোমধ্যে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার গাজায় রেড ক্রসের প্রতিনিধিদের কাছে জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করেছে হামাস।
এই জিম্মিদের দুই ধাপে মুক্তি দেয়া হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় দ্বিতীয় দফায় ১৩ জন জিম্মিকে হস্তান্তর করা হয়। প্রথম দফায় মুক্তি দেয়া হয়েছিল আরও সাত জিম্মিকে।