কয়লা ও জ্বলন্ত কাঠি দিয়ে ফুটবল জাদুকর খ্যাত লিওনেল মেসির প্রতিকৃতি এঁকেছেন চীনের এক শিল্পী। কাতার বিশ্বকাপে মেসির সাফল্য কামনায় এ কাজ করেছেন তিনি।
কাঠকয়লা আর একটি জ্বলন্ত লাঠি ব্যবহার করে তৈরি করা এই প্রতিকৃতি আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির। চলমান কাতার বিশ্বকাপে নিজের আইডলকে শুভকামনা জানাতে, এই বিশেষ উপায় বেছে নিয়েছেন চীনের ঝানজিয়াং শহরের শিল্পী ওয়েন কাংলং। ২০২০ সালের মে মাস থেকে মেঝেতে কাঠকয়লা দিয়ে প্রতিকৃতি আঁকা শুরু করেন কাংলং। জ্বলন্ত লাঠি দিয়ে প্রতিকৃতি আঁকার সময় অনেকবার হাত পুড়েছে তার।
চীনের শিল্পী ওয়েন কাংলং বলেন “আঁকার বিষয়বস্তু হিসেবে আমি বিখ্যাত ব্যক্তি, ক্রীড়াবিদ এবং অ্যানিমেশন চরিত্রগুলোকে বেছে নিয়েছি। সম্প্রতি গ্রামীণ পুনরুজ্জীবন আঁকার থিম করেছি। শিল্পকর্ম দিয়ে গ্রামকে আরও সুন্দর করতে চাই।”
মাটিতে প্রতিকৃতি আঁকার সময় পৃথক দৃষ্টিকোণের প্রয়োজন হয় বলে জানান এ শিল্পী। কাগজের ক্যানভাসের মতো এখানে পরিষ্কারভাবে কিছু দেখা না যাওয়ায়, ধাপে ধাপে এটি আঁকতে হয়।