বাজারে অবশেষে কিছুটা কমেছে পেঁয়াজের দাম।
বরিশালে একদিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে প্রায় ৭০ টাকা। তবে খুচরা বাজারে এখনও পেঁয়াজ বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।
টাঙ্গাইলে খুচরা পর্যায়ে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর পুরাতন দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানীকরা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে।
ব্যবসায়িরা জানান, বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়য় দাম কমতে শুরু করেছে।
এদিকে, চট্টগ্রাম বন্দরে গত দুই দিনে চীন ও পাকিস্তান থেকে আমদানি করা ২২৬ টন পেঁয়াজ এসে পৌঁছেছে। এরই মধ্যে এসব পেঁয়াজ খালাসের জন্য ছাড়পত্র দেয়া হয়েছে।
গত রবিবার(১০ ডিসেম্বর) চীন থেকে ১৬৮ টন এবং সোমবার(১১ ডিসেম্বর) পাকিস্তান থেকে ৫৮ টন পেঁয়াজ বন্দরে এসে পৌঁছায়।
এসএ/দীপ্ত নিউজ